ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ব্যবসায়ীদের নিয়ে করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শিল্পকলা হলরুমে অুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে জেলা কাস্টমস এক্সচেই ও ভ্যাট বিভাগ। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার কাস্টমস্, এক্সিইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কেএম অহিদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন খুলনার কাস্টমস্, এক্সিইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. আহসানুল হক, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সি এন্ড এফ এসোসিয়েশন মংলা কাস্টম হাউসের সভাপতি মো. সুলতান হোসেন খান, ঝালকাঠি চেম্বার অব কামার্সের সহ-সভাপতি মো. শাহ আলম শাহীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. বেলাল হোসেন ঝালকাঠি কাস্টমস্, এক্সিইজ ও ভ্যাট বিভাগ ঝালকাঠির সহকারি কমিশনার মো. বেল্লাল হোসেন। জেলার দুই শতাধিত ব্যাবসায়ী এই সেমিনারে অংশ নেয়।

(এএম/এএস/জুন ১০, ২০১৫)