ঝালকাঠি প্রতিনিধি : শিশুদের আয়োডিন যুক্ত লবন ব্যাবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষে ঝালকাঠিতে স্কুল ওরিয়েন্টেশন কর্মসূচী হাতে নিয়েছে শিল্প সহায়ক কেন্দ্র বিসিক।বুধলবার সকালে জেলার বাউকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন’শ শিশু শিক্ষার্থীকে আয়োডিন যুক্ত লবন ব্যাবহারে সচেতন করা হয়।

এ সময় প্রজেক্টরের মাধ্যমে সচেতনতা মুলক ডকুমেন্টরিও দেখানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিসিকের উপ-ব্যাবস্থাপক অসীম কুমার ঘোষ।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী হাওলাদারের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাউকাঠি বিন্দু বাসিনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, জোনাল কোওডিনেটর আবুল বাসার চৌধুরী, পুষ্টি পরার্মশক এনামুল হক,

(এএম/এএস/জুন ১০, ২০১৫)