স্পোর্টস ডেস্ক : সাবেক বার্সা মিডফিল্ডার লুইস এনরিকে বার্সার কোচ হিসেবে আগামী দুই মৌসুমের জন্য তার চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছেন।

গত গ্রীষ্মের শুরুতে দলের দায়িত্ব নেন লুইস এনরিকে। কিন্তু মৌসুমের শুরুতে দলের বাজে পারফরম্যান্স, লিগের মাঝপথে মেসির সাথে ঝামেলা-এই জন্য এই মৌসুমে ঐতিহাসিক ট্রেবল জিতিয়েও লুইস এনরিকের নতুন মৌসুমে ডাগ আউটে থাকাটা অনিশ্চিত ছিল।

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বার্সা প্রেসিডেন্ট ঘোষণা দেন যে ,আগামী দুই বছরের জন্য ২০১৭ পর্যন্ত এনরিকেই থাকছেন বার্সা ডাগ আউটেই।

আগামী ২০১৭ পর্যন্ত মেসি-নেইমার-সুয়ারেজদের সামলানোর দায়িত্ব লুইস এনিরিকের হাতে। লুইস এনরিকের অধীনে বার্সা এই মৌসুমে স্প্যানিশ কিংস কাপ, লা লিগা, চ্যাম্পিয়ন্স ট্রফি জয় লাভ করে ঐতিহাসিক ট্রেবল জয় করে। এইবার নিয়ে বার্সা ২বার ট্রেবল জয়ের গৌরব অর্জন করল।

(ওএস/পিএস/জুন ১১, ২০১৫)