ভোলা প্রতিনিধি : ভোলায় মনপুরার মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রলার ডুবির ঘটনায় নিহতদের পরিবারকে ২০ টাকা করে দেওয়া হবে। আর নিখোঁজদের উদ্ধারে পুলিশ, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনের টিম কাজ করছে। নিখোঁজরা উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় এখনও ২০ জন নিখোঁজ রয়েছেন।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. খালিদ বলেন, কলাতলী থেকে মনপুরার উদ্দেশে ১১০ জন যাত্রী নিয়ে ট্রলাটি ডুবে যায় বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে, সবাই উদ্ধার হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। বৈরি আবহাওয়ার কারণে আমাদের উদ্ধার অভিযান বিঘ্ন ঘটছে।

অপরদিকে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানসহ একটি টিম দুর্ঘটনা কবলিত এলাকার উদ্দেশে রওনা দিয়েছে। তারা উদ্ধার কাজের সার্বিক তদারকি করবেন এবং খোঁজ খবর নিবেন।

(ওএস/এএস/জুন ১১, ২০১৫)