স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-ভারতের মধ্যকার একমাত্র টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। টানা দুইদিন বৃষ্টির কারণে বাংলাদেশ-ভারতের মধ্যকার একমাত্র টেস্ট হুমকির মুখে পড়ে। বুধবার টেস্টের প্রথম দিন মাত্র ৫৬ ওভার খেলা হয়। দ্বিতীয় দিন তো প্রবল বৃষ্টির কারণে এক বলও মাঠে গড়ায়নি। তবে শুক্রবার টেস্টের তৃতীয় দিন বৃষ্টির শঙ্কা কাটিয়ে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে খেলা শুরু হয়।

 

বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে শুক্রবার ব্যাটিংয়ে নেমেছেন দুই ভারতীয় ওপেনার শেখর ধাওয়ান ও মুরালি বিজয়। ধাওয়ান ১৫০ ও বিজয় ৮৯ রান নিয়ে খেলতে নামে। বাংলাদেশি পেসার মোহাম্মদ শহীদ দিনের প্রথম ওভার বোলিং শুরু করেন।

(ওএস/এএস/জুন ১২, ২০১৫)