স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার দেশের হয়ে অনন্য এক রেকর্ড গড়লেন। দেশের মাটিতে শততম টেস্ট উইকেট পেয়েছেন তিনি।

ভারতের বিপক্ষে টেস্টের তৃতীয় দিন টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ানের উইকেট তুলে নিয়ে সাকিব দেশের মাটিতে তার শততম টেস্ট উইকেট অর্জন করেন।

আর এ উইকেটের মালিক হয়ে দেশের মাটিতে ১০০ টেস্ট উইকেট নেওয়া বাংলাদেশের প্রথম বোলারও সাকিব।

টেস্টে ৩৯তম ম্যাচ খেলা সাকিব দেশের মাটিতে ২৮তম টেস্ট ম্যাচে নেমেছেন। ধাওয়ানের উইকেট তুলে নেওয়ার মধ্য দিয়ে তিনি টেস্ট ক্যারিয়ারে ১৪৩তম উইকেটের মালিক হন।

দেশের মাটিতে সাকিবের পর টেস্ট উইকেটের দিক দিয়ে দুই নম্বরে রয়েছেন মোহাম্মদ রফিক। তার উইকেটের সংখ্যা ১৮ টেস্টে ৬৬। টাইগারদের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেট পাওয়া সাকিবের পরের স্থানে সেই রফিক। যিনি ৩৩ টেস্টে নিয়েছেন ১০০ উইকেট।

(ওএস/অ/জুন ১২, ২০১৫)