দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই নারীসহ চার বাংলাদেশিকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুর ২টায় সীমান্তের বল খেলার মাঠ চুড়িপট্টি এলাকা দিয়ে ভারতের প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব আলী এ তথ্য জানান।

আটকরা হলেন, নওগাঁর আত্রাই উপজেলার তিলাবধু গ্রামের অনিল দাসের স্ত্রী মায়া রাণী (৭৫), গুরুদাসপুর উপজেলার সাহাপুর গ্রামের বিশ্বনাথ (৫২) ও তার মেয়ে কাকলী রাণী (২২) এবং একই গ্রামের পরিণবের ছেলে পরমেশ (২৮)।

আটকদের হিলি হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

(ওএস/এএস/জুন ১২, ২০১৫)