আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জীবনানন্দ দাশের ধানসিঁড়িতে বৃহস্পতিবার রাতে ফুটেছে নয়টি দুর্লভ ড্রাগন কুইন। নগরীর বগুড়া রোড এলাকার জীবনানন্দ দাশের স্মৃতি বিজরিত ‘ধানসিঁড়ি’র বর্তমান বাসিন্দা বি.এম কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নুসরাত জাহান সোমার পরিচর্যায় বেড়ে ওঠা ক্যাকটাস্ প্রজাতির উদ্ভিদ ড্রাগন কুইন ফুল দেখতে ভীড় করছেন উৎসুক জনতা।

ফুল প্রেমিরা জানান, প্রকৃতির অপার সৌন্দর্যের লজ্জাবতী এ দুর্লভ ফুল দেখার আনন্দও অনেক বেশি। স্বল্প আয়ুর এ ফুল সচরাচর চোখে পড়ে না। এরজন্য অপেক্ষা করতে হয় বছরের পর বছর পর্যন্ত। অনেক সুন্দর এই ফুলগুলো দেখে আসলেই মুগ্ধ হতে হয়। অধ্যাপক নুসরাত জাহান সোমা জানান, বিরল প্রজাতির উদ্ভিদ সংগ্রহ করে পরিচর্যা করা তার অন্যতম সখ। তার সংগ্রহে বার্ড অব প্যারাডাইসের মত আরও অনেক বিড়ল উদ্ভিদ রয়েছে।

(টিবি/এএস/জুন ১২, ২০১৫)