মাগুরা প্রতিনিধি : লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) প্রকল্পের আওতায় দিন ব্যাপি রিফ্রেশার কোর্স শনিবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এলজিএসপি-২, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এই কোর্সের আয়োজন করে।

কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাহাত আনোয়ার, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়ারুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, শালিখা উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, এলজিএসপি প্রকল্পের জেলা ফ্যাসেলিটেটর সামসুজ্জোহা, মঘি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রফেসর আব্দুল লতিফ প্রমুখ।
কোর্সে জেলার চার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১৩ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও ইউনিয়ন পরিষদের আর্থিক ব্যবস্থাপনা, রেকর্ড পত্র সংরক্ষণ, ক্রয় ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।
(ডিসি/পিবি/জুন ১৩,২০১৫)