কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়া উপজেলায় স্ত্রী হত্যার দায়ে বেলাল উদ্দিন (৩৭) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক।

রোববার বেলা ২ টার দিকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. সাজেদুল করিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেলাল উদ্দিন পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের জাফর আহমদের পুত্র।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ২০০৩ সালের ২৭ জুলাই ভোরে বেলাল উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম এর মৃতদেহ বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফাতেমা বেগমের পিতা পেকুয়ার উপজেলা শীলখালী ইউনিয়নের রায়েরঘোনা এলাকার আকবর আহমদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ শুনানী শেষে স্ত্রীকে হত্যার দায়ে আসামীকে অভিযুক্ত করে রোববার এ রায় প্রদান করে আদালত।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের পিপি এডভোকেট নুরুল ইসলাম, এপিপি তাপস রক্ষিত, সাকী-এ কাউছার।
কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের পিপি এডভোকেট নুরুল ইসলাম এ রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, আসামী আগামী ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আপীলের সুযোগ রয়েছে। এর পর আইন মতে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নিদের্শ দেন বিচারক।
(টিটি/এএস/মে ১৮, ২০১৪)