নাটোর প্রতিনিধি : শনিবার নাটোরের সিংড়ায় ২০১৪ ও ২০১৫ অর্থ বছরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষ বৃত্তি প্রদান করা হয়। উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে গত বছরের মেধাবী শিক্ষাথীদের শিক্ষা বৃত্তি ও চলতি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ৩১০ জন শিক্ষাথীর মাঝে বিশেষ বৃত্তির প্রায় ৪ লাখ টাকা বিতরণ করা হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে এসব বৃত্তির টাকা প্রদান করেন।

উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা এ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, অওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, আবদুল ওয়াদুদ মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল মোমিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইছাহক উদ্দিন প্রমুখ।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় সমিতির শ্রেষ্ঠ উপকার ভোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও তাড়াশ-বারুহাস রাস্তা থেকে শহরবাড়ী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন।

(এমআর/অ/জুন ১৩, ২০১৫)