কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : “মাদককে না বলুন, খেলাধুলা করুন ও সুস্থ্য থাকুন” এই শ্লোগান নিয়ে কলাপাড়ায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো মাদকবিরোধী সংগঠন ফ্রেসমাইন্ড ক্লাব।

যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বিরত রাখা এবং সচেতনতা বৃদ্ধিতে ১০ বছর আগে প্রতিষ্ঠিত এ ক্লাব সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে শুক্রবার বিকালে তাদের কার্যক্রম আনুষ্ঠানিক শুরু হয়। তাদের এ কর্মকান্ডে একাত্মতা ঘোষণা করেন মির্জাগঞ্জ উপজেলার মাদকবিরোধী এক সংঘঠন। এ সময় শত শত মানুষ তাদের এ কর্মকান্ডকে স্বাগত জানান।

এ উপলক্ষে কলাপাড়া এমবি অনার্স কলেজ মাঠে কলাপাড়া ফ্রেসমাইন্ড ক্লাব ও মির্জাগঞ্জ একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্ধোধন করেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আঃ মোতালেব তালুকদার। উপস্থিত ছিলেন এমবি অনার্স কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন, ফ্রেসমাইন্ড ক্লাবের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, উপজেলা ছাত্রলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, সাংবাদিক এসএম মোশারফ হোসেন মিন্টু, এ্যাড. খন্দকার নাসির উদ্দিন প্রমুখ।

খেলায় মির্জাগঞ্জ একাদশ ১-০ গোলে জয়লাভ করে।

অধ্যক্ষ দেলওয়ার হোসেন বলেন, মাদক এখন সমাজের ভাইরাস। এই ভাইরাস দূর করতে দরকার সঠিক দিক নির্দেশনা। ফ্রেসমাইন্ড ক্লাব এই ভাইরাস দূর করতে এগিয়ে আসায় গোটা কলাপাড়ার মানুষ উপকৃত হবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার বলেন, স্কুল-কলেজ থেকে শুরু করে উপজেলার সর্বত্র তাদের এ মাদকবিরোধী সংগঠন কাজ করবে। যুবসমাজকে রক্ষা ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে তারা স্কুল-কলেজে সচেতনমূলক সভা ও উপজেলা পর্যায়ে সর্বস্তরের মানুষকে নিয়ে কাজ করবে। তাদের লক্ষ্য আগামী প্রজন্মকে সুস্থ রাখা।

(এমকেআর/পিএস/জুন ১৩, ২০১৫)