কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন “পায়রা” তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অধিগ্রহনকৃত জমির ঘর ও গাছপালার মালিকদের ক্ষতিপূরণের চেক বিতরণ শুরু হয়েছে।

শনিবার দুপুরে ধানখালীর নিশানবাড়িয়া মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৫৫ জন ভূমি মালিকের হাতে চেক তুলে দেন পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব একেএম হুমায়ুন কবির, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম, প্রকল্প পরিচালক মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান আঃ মোতালেব তালুকদার, পৌর মেয়র এসএম রাকিবুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম আজিমুল হক প্রমুখ।

(এমকেআর/পিএস/জুন ১৩, ২০১৫)