লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুরের রায়পুর উপজেলার রায়পুর ফ্রেন্ডস ফোরাম নামের একটি অনলাইন প্রতিষ্ঠানের উদ্যোগে ২০১৫ সালের এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা ও দরিদ্র ১৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

শনিবার বিকাল ৫টার দিকে শহরের একটি একটি চাইনিজ সেন্টারে এ সংবর্ধনা ও বই বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফোরামের সদস্য ফিরোজ আলমের সঞ্চালনায় ও প্রধান পৃষ্টপোষক ডেন্টিস্ট মো. ওয়াহিদুর রহমান মুরাদের সভাপতিত্বে সংবর্ধনা ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষীপুর জেলা প্রসাশক এ কে এম টিপু সুলতান।

এতে বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম, উপজেলা আ'লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, বালিকা পাইলট উচ্চ বিদ্যায়লের প্রধান শিক্ষক মো. মঞ্জুর কাদের।

অন্যদের মধ্যে রয়েছেন রায়পুর ফ্রেন্ডস ফোরাম সদস্য তুহিন চৌধুরী, রাকিব পাটোয়ারী, শাহাজান মাসুন, আরিফুর রহমান, আমিন মিয়াজী, জামশেদ, সুব্রত বনিক, মাহাবুবুর রহমান রিজভী ও খান আল মামুন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা ও ১৫ জন দরিদ্র ছাত্র-ছাত্রীর হাতে বিনামূল্যে বই তুলে দেয়া হয়।

(এমআরএস/পিএস/জুন ১৩, ২০১৫)