স্টাফ রিপোর্টার : একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল শোনার জন্য সুপ্রিম কোর্টের আপিল বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।

রবিবার শুনানির জন্য আসা মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের আপিল শুনানিতে এই পরিবর্তন আনা হয়। এর মাধ্যমে যুদ্ধাপরাধের প্রতিটি মামলাতেই বিচারকের রদবদল হলো।

পুনর্গঠিত এই বেঞ্চে থাকছেন না প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বেঞ্চে যোগ দিচ্ছেন বিচারপতি মো. ইমান আলী।

এর আগে যুদ্ধাপরাধের দুই মামলার আপিল বেঞ্চের নেতৃত্বে প্রধান বিচারপতি থাকলেও নতুন এই বেঞ্চের নেতৃত্ব থাকবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহা।

তার সঙ্গে পুরনোদের মধ্যে থাকছেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

(ওএস/এটিআর/মে ১৮, ২০১৪)