চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ এক ট্রাকচালকের সহকারীকে গ্রেপ্তার করেছ পুলিশ।

রবিবার ভোর সাড়ে ৪টার দিকে মো.সামিউল হক (২৮) নামে ওই যুবককে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, সামিউল গ্রেপ্তারের পর নিজেকে ট্রাকের হেল্পার হিসেবে পরিচয় দিয়েছে। সে কক্সবাজার থেকে ইয়‍াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে নারায়নগঞ্জ যাচ্ছিল।

শাহ আমানত সেতু এলাকায় চেকপোস্টে সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সামিউল রংপুরের কাউনিয়া উপজেলার ভাইয়ারদিঘি পাড়ের বাসিন্দা মৃত মোসলেম উদ্দিনের ছেলে। বর্তমানে নারায়নগঞ্জের সোনারগাঁ এলাকায় তিনি বসবাস করেন বলে ওসি জানান।
(ওএস/পিবি/জুন ১৪,২০১৫)