চট্টগ্রাম প্রতিনিধি : দেশে যে কোন ধরণের জঙ্গী তৎপরতা কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক।

রবিবার দুপুরে চট্টগ্রামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশকে আমরা জঙ্গী রাষ্ট্রে পরিণত হতে দেব না।

নগরীর নন্দনকানন এলাকায় আরএফ পুলিশ প্লাজার উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম।

রাজনীতিবিদদের উদ্দেশে মহাপরিদর্শক বলেন, আপনারা আন্দোলন সংগ্রাম করেন সমস্যা নাই। কিন্তু নিয়মতান্ত্রিক আন্দোলন করতে হবে।

পেট্রোল বোমা আর বাসে আগুন দিয়ে মানুষ মারার নাম আন্দোলন নয়, রাজনীতিও নয়। স্বাধীনতার আগেও আমরা অনেক আন্দোলন দেখেছি। কিন্তু এ ধরণের নির্মম আন্দোলন দেখিনি।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের আচরণ হতে হবে গণমুখি। দেশের কল্যাণে কাজ কাজ করতে হবে।

(ওএস/এএস/জুন ১৪, ২০১৫)