স্টাফ রিপোর্টার : বিচার বিভাগ নিয়ে বক্তব্য দেওয়ায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদাকে তলব করেছেন হাইকোর্ট।

‘দেশে কোন আইনের শাসন নেই’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালত আমলে নিয়ে রবিবার বিচারপতি রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ৩ জুন শামসুল হুদাকে স্বশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।

একই সঙ্গে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না সে মর্মে রুল জারি করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদী স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপির কমিশনার, ডিসি ঢাকা, গুলশান থানার ওসি ও শামসুল হুদাকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

(ওএস/এটিআর/মে ১৮, ২০১৪)