রংপুর প্রতিনিধি : রংপুরে বড়ভাইকে কুপিয়ে হত্যার অপরাধে ছোট ভাই এবং ভাতিজাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দিয়েছেন আদালত।

রবিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ওসমান আলী ও তার ছেলে মোহসীন।

মামলা পরিচালনা করেন (এপিপি) অ্যাডভোকেট আখতারুজ্জামান পলাশ।

তিনি জানান, ২০০৩ সালের ২১ আগস্ট পীরগঞ্জ উপজেলার একবারপুর গ্রামের নবী উদ্দিন ফজরের নামাজ শেষে বাসায় ফেরার পথে ছোট ভাই ওসমান গনি ও ভাতিজা মোহসীনসহ কয়েকজন তাকে কুপিয়ে হত্যা করে।

ওইদিনই নবী উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম বাদী হয়ে চাচা ওসমান আলী, চাচাতো ভাই মোহসীন এবং তাদের সহযোগী ওবায়দুর রহমান ও লাকী বেগমকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ ১২ বছর মামলা চলার পরের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি ওসমান আলী ও তার ছেলে মোহসীনের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেন আদালত। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওবায়দুর রহমান ও লাকী বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়।

মোহসীন আলী পলাতক থাকায় গ্রেফতার হওয়ার পরে তার বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করা হবে।

(ওএস/এএস/জুন ১৪, ২০১৫)