নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে দীর্ঘ ৬ বছরেও নিখোঁজ শিক্ষক শফিকুল ইসলাম (৩৬) এর সন্ধান মেলেনি। উপজেলার রঘুনাথপুর গ্রামের শিক্ষক শফিকুল ইসলাম (৩৬) বিগত ২০০৮ সালের ৬ ফেব্রুয়ারি সকালে নিজ কর্মস্থল একই উপজেলার বলরামপুর দাখিল মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে জমি-জমা সংক্রান্ত কাগজপত্র নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরেনি।

নিখোঁজ শিক্ষকের পরিবার অনেক খোঁজাখুঁজির পর কোন সন্ধান না পেয়ে তার স্ত্রী রাজিয়া সুলতানা বাদী হয়ে ধামইরহাট থানায় ২০০৮ সালের ৬ জুলাই জাহাঙ্গীর, জহুরুল ও রহমত আলী (হাতাই) কে আসামী করে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করে। অপরদিকে নিখোঁজ শিক্ষকের মা মরিয়ম বেওয়া একই বছর ৯ জুলাই নওগাঁ আদালতে নিখোঁজ শিক্ষকের স্ত্রী রাজিয়া সুলতানা, মামুন, আব্দুর রহমান, আব্দুর লতিফ ও রহমত আলী (হাতাই) কে আসামী করে আরেকটি মামলা দায়ের করেন। বর্তমানে উভয় মামলা আদালতে চলমান রয়েছে। এদিকে ধামইরহাট থানা পুলিশ নিখোঁজ শফিকুল ইসলাম হত্যা, গুম না নিরুদ্দেশ এর কোনটাই উদঘাটন করতে পারেনি। তবে এ ঘটনায় নিখোঁজ শফিকুল ইসলামের ভগ্নিপতি ইয়াছিন মহুরীকে পুলিশ দু’দিনের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। দীর্ঘ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ শিক্ষকের সন্ধান না মেলায় ওই পরিবারের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের আশু পদক্ষেপ নেয়া জরুরী বলে অভিজ্ঞমহল মনে করছেন।
(বিএম/এএস/মে ১৮, ২০১৪)