মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার বিনোনদপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সোমবার দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১১ জন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে হাসান মোল্লা (৪৫), ওলিয়ার মোল্লা (৩৫), আঈন উদ্দিন মোল্লা (৫৫), মিজারুল মোল্লা (৩৩) ও আতিয়ারকে (২৭) গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের স্বজন ও পুলিশ জানায়, বিনোনদপুর গ্রামের আওয়ামী লীগ সমর্থিত সাবেক ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল মোল্লা ও বিএনপি সমর্থিত ২নং বিনোদপুর ইউনিয়নের সাবেক মেম্বর জিল্লুর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে সোমবার জয়নাল মোল্লার সমর্থক আজিম, মসলেম, শ্যামা, মশিয়ারসহ ৭/৮জন অতর্কিত জিল্লু মেম্বরের সমর্থক ওলিয়ার মোল্লাকে রাস্তায় একা পেয়ে খোরশেদ মোল্লার বাড়ির সামনে লাঠিসোটা দিয়ে মারধর করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দু’দলই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উভয় পক্ষের ১১ জন আহত হন এবং ২/৩টি বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, এরই মধ্যে এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

(ওএস/পিবি/জুন ১৫,২০১৫)