লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুরের রায়পুর চালক ছেলে আলমগীর হোসেনের সিএনজি চালিক অটোরিক্সা থেকে ছিটকে পড়ে শরিফতি বেগম (৪১) নামের তার মার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮ টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের রাখালিয়া বাজার নামকস্থানে এ ঘটনা ঘটে। শরিফতি উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোব্বাদ আলী বেপারী বাড়ীর মো. সেলিম মিয়ার স্ত্রী। শরিফতি তিন সন্তানের জননী।

সোনাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে শরিফতি বেগম জেলার দালাল বাজার এলাকা থেকে তার এক আত্মীয়ের বাড়ী হতে নিজ ছেলে আলমগীরের সিএনজিতে করে উপজেলার সোনাপুর ইউনিয়নের নিজ বাড়ীতে আসছিলেন। এসময় পথিমধ্যে থেকে একই এলাকায় আসার জন্য তিনজন যাত্রী উঠে। এসময় চালক ছেলে আমলগীর তার মাকে সিএনজির চালিত অটোরিক্সার সামনে বসিয়ে সোনাপুরের উদ্দেশ্য রওনা দেয়। রায়পুর-লক্ষীপুর সড়কের রাখালিয়া বাজার নামকস্থানে পৌছলে মা সিএনজি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শরিফতি বেগমকে মৃত্যু ঘোষণা করে।
(এমআরএস/পিবি/জুন ১৫,২০১৫)

এঘটনায় রায়পুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ভূইয়া জানান, ঘটনাটি থানা পুলিশকে কেউ জানায়নি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।