নাটোর প্রতিনিধি : চাকরি জাতীয় করণের দাবিতে সোমবার নাটোরে এক্সট্রা মোহরারা মানববন্ধন করে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সকালে স্থানীয় ভূমি রেজিষ্ট্রী অফিসে কর্মরত এক্সট্রা মোহরারা নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে।

এক্সট্রা মোহরার এসোসিয়েশনের ব্যানারে মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা এক্সট্রা মোহরার এসোসিয়েশনের সভাপতি আদিলুর রহমান, সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান প্রমুখ। মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ জানান, ২০১৩ সালে এসোসিয়েশনের পক্ষ থেকে একটি দাবীনামা পেশ করা হলে তৎকালীন আইন মন্ত্রী ৫ সদস্যের একটি কমিটি গঠনের অনুমোদন দেন। একই বছরে ওই কমিটির সুপারিশের আলোকে মহাপরিচালক (নিবন্ধন) ১০ হাজার ৩৩২ জন এক্সট্রা মোহরাকে স্কেলভুক্ত করার একটি প্রস্তাব আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনারয়ে প্রেরন করা হয়। পরে মহাপরিদর্শকের (নিবন্ধন) চাহিত তথ্যাদি পূরণ করে প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে প্রেরণ করা হলে আইন মন্ত্রণালয় প্রস্তাবটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পেশ করে। পরবর্তীতে একই বছরের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী মৌখিক উত্তরদানের জন্য ৫৪৭নং প্রশ্নের উত্তরে মাননীয় আইনমন্ত্রী মহোদয় এক্সট্রা মোহরারদের চাকুরি স্থায়ীকরণ করা হবে মর্মে সংসদকে অবহিত করেছিলেন। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি। তারা সরকার প্রতিশ্রুত ও দ্বি-পাক্ষিক চুক্তির আলোকে অবিলম্বে দেশের ১৫ হাজার নকল নবিসের চাকরি জাতীয় করণের দাবি জানান।
(এমআর/পিবি/জুন ১৫,২০১৫)