নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় পুলিশ প্রতারণা মামলায় মিনাউল হক ওরফে তারেক নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে নলডাঙ্গা থানার পুলিশ অভিযান চালিয়ে রাজশাহীর রাজপাড়া এলাকা থেকে তাকে আটক করে।

পুলিশ সূূত্রে জানাযায়, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার শেরপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মিনাউল হকের বিরুদ্ধে নওগাঁর মান্দা থানায় ১৯৯২ সালে একটি প্রতারণা মামলা হয়। ওই মামলার বিচারে নওগার একটি আদালত ২০১২ সালে মিনাউল হক তারেককে দোষী সাব্যস্ত করে এবং তাকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস কারাদন্ডাদেশের আদেশ দেয়। ওই রায় ঘোষণার পর থেকে মিনাউল হক নাম পরিবর্তন করে দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাজশাহীর রাজপাড়া এলাকা থেকে তাকে আটক করে।
নলডাঙ্গা থানার ওসি নজিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিনাউল হক ছদ্মনামে দীর্ঘদিন ধরে নলডাঙ্গা এলাকায় বসবাস করছিল। সোর্স লাগিয়ে অনুসন্ধান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
(এমআর/পিবি/জুন ১৫,২০১৫)