চট্টগ্রাম প্রতিনিধি : হাটহাজারী উপজেলার মুন্সীর মসজিদ এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে হুমায়ুন কবির (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন ফটিকছড়ি উপজেলার দক্ষিণ সাদেকনগর এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে।

সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন, হাটহাজারী উপজেলার মির্জাপুর এলাকার জ্যেতিষ মোহন বড়ুয়ার ছেলে শীলব্রত বড়ুয়া (৬৫), গুমানমর্দ্দন এলাকার নুর আলমের স্ত্রী মোহছেনা বেগম (৪৫) ও ফটিকছড়ি উপজেলার দক্ষিণ সাদেকনগর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে জানে আলম (২৫)।

আহতদের মধ্যে শীলব্রত বড়ুয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইসমাইল বলেন, মুন্সীর মসজিদ এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশার একজন যাত্রী নিহত এবং তিনজন আহত হয়েছেন।

হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা দাশ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর এক যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

(ওএস/পিবি/জুন ১৬, ২০১৫)