টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল প্রেসক্লাবের গঠনতন্ত্রের কতিপয় ধারা বাতিলের দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রেসক্লাবের সদস্যপদ বঞ্চিত সাংবাদিকরা।

টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের সদস্যপদ বঞ্চিত সাংবাদিকদের ব্যানারে মঙ্গলবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় ৮টি পত্রিকার সম্পাদক ও প্রধান সম্পাদক, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন। এ সময় সাংবাদিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সম্পাদক রাজিব তালুকদার, জেলা নবীন লীগের সভাপতি শরিফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক রাব্বি সিকদার রবীন সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো. সেলিম তরফদার, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক মু. জোবায়েদ মল্লিক বুলবুল, দৈনিক লোককথার স্টাফ রিপোর্টার আ. রউফ রিপন, দৈনিক ভোরের বার্তার সম্পাদক মো. আল আমীন খান, জেলার প্রথম দৈনিক মফস্বলের ব্যবস্থাপনা সম্পাদক শহিদুল ইসলাম খান রুমি, বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের প্রতিনিধি খায়রুল আজীম মিল্টন প্রমুখ।
বক্তারা টাঙ্গাইল প্রেসক্লাবের গঠনতন্ত্রের কতিপয় ধারাকে কালো আইন দাবি করে আগামী ১৫ দিনের মধ্যে বাতিল-সংশোধন করে প্রকৃত সাংবাদিকদের সদস্যপদ দেয়ার আহ্বান জানান। অন্যথায় সংখ্যাগড়িষ্ঠায় গঠনতন্ত্র সংশোধন করে নতুন সদস্য ভর্তি ও কমিটি গঠনের ঘোষণা দেন।
(আরএকে/পিবি/জুন ১৬,২০১৫)