বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক জোহরা বেগম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আশরাফুন্নেসা মোশারফ। উদ্বোধক ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সহ-সভানেত্রী সাফিয়া খাতুন।

এতে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম, ইয়াছমিন হোসেন প্রচার সম্পাদক শিরিন রুখসানা, দপ্তর সম্পাদক কামরুন্ননেছা মান্নান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শিখা চক্রবর্তী, সদস্য দিলরুবা জামান শেলী, বনশ্রী বিশ্বাস স্মৃতিকণা, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মোঃ মজিবর রহমান, যুগ্ন সম্পাদক লক্ষী পদ দাস, মহিলা বিষয়ক সম্পাদক খুরশিদা ইসহাক, সদস্য উমেনু মারমা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বান্দরবান জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক তিং তিং ম্যা মারমা। সম্মেলনে ৭ উপজেলার মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি তিন বছরের জন্য নতুন কমিটির সভাপতি হিসেবে জোহরা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদকের পদে তিং তিং ম্যা মারমা’র নাম ঘোষণা করেছেন। এতে দ্রুততম সময়ের মধ্যে পুর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে অনুমোদনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ভিশন ২০২১ রূপকল্প বাস্তবায়নের পথে। সফল নেত্রী ও সফল প্রধানমন্ত্রী হিসেবে দেশের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে বেছে নিয়েছে। দেশে নারী সমাজ অতীতের চেয়ে অনেক নিরাপদ ও সুসংগঠিত হয়েছে। বিভিন্ন সেক্টরে নারীদের কর্মসংস্থান হয়েছে এবং তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে নির্বিঘ্নে কাজ করছে।

একমাত্র আওয়ামীলীগ সরকারই নারীদের এত গুরুত্ব দিয়ে কাজের ক্ষেত্র সৃষ্টি করে দিয়েছে। নারীদের এই সংগঠন আরো শক্তিশালী করার জন্য প্রতিটি অঞ্চলের নারী সমাজকে আওয়ামীলীগের পতাকা তলে সমবেত হওয়ার আহবান জানান কেন্দ্রীয় এই নেত্রী।

(এএফবি/এএস/জুন ১৬, ২০১৫)