কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় “ক্ষতিকর কর ইনসেনটিভ” বিষয়ে যুবদের সাথে সংবেদনশীল সভা মঙ্গলবার বিকালে উপজেলার আভাস প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অগ্রহণযোগ্য কর সুবিধা প্রদান, দারিদ্র্যবান্ধব কর ব্যবস্থাপনা প্রবর্তন এবং ক্ষতিকর কর ইনসেনটিভ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রকাশের দাবি জানিয়ে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আভাস সফল প্রকল্পের স্পন্সরশীপ অফিসার মো. রাসেল মিয়া।

আভাস প্রকল্প ম্যানেজার মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় আলোচনা করেন তৃনমূল সংবাদকর্মী দলের নির্বাহী সম্পাদক আখি, কলেজ ছাত্র মো. আশিক প্রমুখ।

সভায় ক্ষতিকর করের প্রভাবে সাধারণ মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয় তার ভিডিও প্রদর্শন করা হয়।

উন্নয়ন সংস্থা আভাস’র আয়োজনে ও একশনএইড বাংলাদেশ’র সহযোগিতায় সভায় সাংবাদিক, এনজিওকর্মী, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।

(এমকেআর/পিএস/জুন ১৬, ২০১৫)