নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়। মঙ্গলবার উপজেলার বিল গোপালহাটি গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার বিল গোপালহাটি গ্রামের আবুল খায়ের প্রতিবেশী জনৈক সিরাজুলের বোনের কাছে থেকে সাড়ে ১৬ শতক জমি কিনে। মঙ্গলবার ভোর ৫ টার দিকে খায়ের ও তার পরিবারের সদস্যরা ওই জমির একাংশের পুকুর থেকে মাছ ধরতে যায়। এসময় প্রতিপক্ষ সিরাজের লোকজন বাধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় খায়ের ও তার দুই ছেলে সহ উভয় পক্ষের ৫ জন আহত হয়। পরে আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহত অন্যরা হলো খায়েরের দুই ছেলে ফারুক (২৮) ও ইউসুফ (২১) এবং প্রতিপক্ষ আমীর হোসেনের চেলে রবিউল (২৫) ও আমীর হোসেনের ছেলে আরিফুল (২০)।

বাগাতিপাড়া থানার ওসি আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এমআর/অ/জুন ১৬, ২০১৫)