কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক আব্দুল মান্নানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি বেসরকারি ইন্সটিটিউটের শিক্ষার্থী।

বুধবার দুপুরে কুষ্টিয়া ডিসি কোর্ট চত্ত্বরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন হয়। এতে কামরুল ইসলাম সিদ্দিক ইন্সটিটিউটসহ বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটের শত শত শিক্ষার্থী অংশ নেয়।
আন্দোলনকারীরা বলেন, কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষক আব্দুল মান্নান বোর্ড সমাপনীর ব্যবহারিক পরীক্ষায় টাকা না দিলে বে-সরকারি ইন্সটিটিউটের শিক্ষার্থীদের ফেল করিয়ে দেন।
২০১৪ সালের বোর্ড পরীক্ষায় পাশ করলেও আব্দুল মান্নানকে টাকা না দেওয়ায় কামরুল ইসলাম সিদ্দিক ইন্সটিটিউট’র ১৫ শিক্ষার্থীকে ফেল করিয়ে দিয়েছে। এ নিয়ে মামলা দায়ের হয়েছে।
শিক্ষক আব্দুল মান্নানের এই স্বেচ্ছাচারিতার হাত থেকে বাঁচতে তার অপসারণ দাবিতে মানববন্ধন থেকে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন।
(কেএইচ/পিবি/জুন ১৭,২০১৫)