কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নুর ই আলম সিদ্দিকীর রুমে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মেডিকেল অফিসার ডা.হুসাম মো. শাহ আলমকে প্রধান এবং ডা জেএইচ খান লেলীন ও ডা.মাহবুবুর রহমানকে সদস্য করে মঙ্গলবার বিকালে উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য প্রশাসক ডা.লোকমান হাকিম এই তদন্ত কমিটি গঠন করেন। আগামী তিন দিনের মধ্যে এই কমিটিতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

গত সোমবার বিকালে অফিসার ডা. নুর ই আলম সিদ্দিকীর রুমে তালা ঝুলিয়ে দেয়া হয়। হাসপাতালে ডাক্তার ও কর্মচারীদের মধ্যে অভ্যন্তরীন কোন্দলের কারণে তালা ঝুলিয়ে দেয়া হয় বলে নুর ই আলম সিদ্দিকী দাবি করেন। মঙ্গলবার সকালে তালা ভেঙ্গে তিনি রুমে প্রবেশ করেন। হাসপাতালের অভ্যন্তরে এক ডাক্তারের রুমে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনায় গোটা এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

জানা যায়, কলাপাড়া হাসপাতালের ডা. নুর ই আলম সিদ্দিকীর পোষ্টিং উপজেলার টিয়াখালী ইউনিয়নের এফডব্লিউসি’তে। কিন্তু তিনি সেই কর্মস্থলে না গিয়ে গত ১০ মাস ধরে কলাপাড়া হাসপাতালে প্রাকটিস করছেন। হাসপাতালের জরুরী বিভাগ ও অপারেশন থিয়েটার থাকা সত্বেও নিজ রুমে বসে অপারেশন করছেন। তার ভিজিট ও অপারেশন বাণিজ্যের কারণে টিয়াখালী ইউনিয়নের হাজার হাজার মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু হাসপাতালে এক যুগেরও বেশি সময় ধরে কর্মরত এক জামায়াত সমর্থিত কর্মচারী ও এক ডাক্তারের কারনে তার বিরুদ্ধে কোন ব্যবস্থাই নিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

এ কারণে হাসপাতালের বিক্ষুদ্ধ গ্রুপটি তার রুমে তালা ঝুলিয়ে দিতে পারে বলে স্থানীয়রা ধারনা করছেন।

তদন্ত কমিটির সদস্য ডা জেএইচ খান লেলীন জানান, তারা চেষ্টা করছেন ডাক্তারের রুমে কে তালা ঝুলিয়েছে তাঁকে খুঁজে বের করতে। আগামীকালই তারা তদন্ত রিপোর্ট দিতে পারবেন বলে আশা করছেন।

(এমকেআর/এএস/জুন ১৭, ২০১৫)