বগুড়া প্রতিনিধি : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতের ডাকা ২৪ ঘন্টার হরতাল বগুড়ায় পালিত হয় নি। বুধবার সকাল থেকে সকল রুটে যানবাহন নিয়মিত চলাচল করেছে।

হরতালের সমর্থনে মিছিল করার চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে ৩ শিবিরকর্মীকে গ্রেফতার করেছে। শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিতে দেখা গেছে। জানা যায়, সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শহরের মোড়ে মোড়ে তল্লাশী চালিয়েছে। বগুড়া শহরের স্টেশন রোডে, খান্দার মোড়ে হরতালের সমর্থনে জামায়াত শিবির নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করে। পুলিশের উপস্থিতির কারণে মিছিল করতে পারেনি। শহরের জামিল নগরের একটি ছাত্রাবাস থেকে ৩ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ আবুল বাশার জানান, হরতালে এখনো জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক করা হয়েছে ৩ শিবিরকর্মীকে।

(এএসবি/এএস/জুন ১৭, ২০১৫)