নাটোর প্রতিনিধি : মুঠোফোনে কথা বলার সময় সিএনজি থেকে পড়ে গিয়ে পাওয়ার ট্রলির চাপায় শহিদুল ইসলাম (২৫) নামে একজন সিএনজি যাত্রী নিহত হয়েছে। বুধবার সকালে নাটোরের লালপুর-ঈশ্বরদী সড়কের গোকুল নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শহিদুল উপজেলার বড় বাদকয়া  গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ঈশ্বরদী রেল স্টেশনে যাওয়ার জন্য লালপুর থেকে সিএনজির সামনের সিটে বসেন। চলন্ত গাড়িতে মুঠোফোনে কথা বলার এক পর্যায়ে লালপুর-ঈশ্বরদী সড়কের গোকুলনগর রাজু সিনেমা হলের নিকট হঠাৎ সিএনজি থেকে পড়ে যায়। এসময় পেছন থেকে আসা একটি পাওয়ার ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই শহিদুল মারা যায়।

নিহতের স্বজনরা জানান, শহিদুল ঢাকার একটি বেসরকারী কোম্পানীতে চাকুরী করতো। ছুটিতে বাড়ি এসে ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে।

লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


(এমআর/এসসি/জুন১৮,২০১৫)