আসিফ মানিক,ঝালকাঠি: যাত্রীবাহি বাস পুড়িয়ে দেওয়ার মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ২২ নেতাকর্মীকে জেল-হাজতে পাঠিয়েছে আদালত।

হরতাল অবরোধ চলাকালে বরিশাল-পটুয়াখালী সড়কে নলছিটির পূর্ব দপদপিয়া তুর্য্য ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহি বাসে পেট্রোল মেরে পুড়িয়ে দেয়ার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার দুপুরে আসামীরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমার্পন করে জামিন চাইলে আদালত জামিন শুনানি শেষে বিচারক এসএম সোলেমান তাদের জামিন না-মঞ্জুর করেন বলে জানিয়েছেন এ্যাডভোকেট ফয়সাল খান ।

এ বছরের ২১ জানুয়ারী দিবাগত রাত ১২ টায় যত্রীবাহি বাসে ওই পেট্টোল বোমা হামলার ঘটনা ঘটে। এতে ৩-৪ জন যাত্রী গুরুতর অগ্নিদগ্ধ হয়েছিল। এ ঘটনায় নলছিটি থানা পুলিশের এসআই এবিএম কামরুজ্জামান বাদি হয়ে ৪৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ আহম্মেদ ৫৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন।

আদালতে আত্মসমার্পনকারী বিএনপির নেতাকর্মীরা হলেন, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সুবিদপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন, উপজেলা যুবদল সভাপতি মো: মাসুম শরীফ, যুবদল নেতা দুলাল তালুকদার, শফিকুল হাওলাদার, অসীম খন্দকার, মো: রাসেল মল্লিক, মো: মাসুদ, লিটু জমাদ্দার, ছালাম রাঢ়ি, আ: খালেক খন্দকার, মামুন হাওলাদার, মো: হেমায়েত সিকদার, মো: সোহেল তালুকদার, নান্টু মল্লিক, মো: সোহেল সিকদার, মো: জয়নাল, ফেরকার বখতিয়ার, মাও: হেলালুউজ্জামান, মো: রুবেল, মো: নারিস উদ্দিন, এবং মো: আ: আউয়াল। এরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। এদিকে অপর একটি গাড়ী পোড়ানো মামলায় জামিন লাভ করেছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামীম তালুকদার ।

(এএম/এসসি/জুন১৮,২০১৫)