ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ‘মাস্টার্স ইন গভর্ন্যান্স স্টাডিজ’ সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে আগামি ২২ মে কলা ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

এছাড়া আগামিকাল সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশের ঘোষণাও দিয়েছে তারা।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রফ্রন্টের জগন্নাথ হল সহ-সভাপতি গোবিন্দ চন্দ্র দাস।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কাজ গবেষণা করা। ছাত্রদের সঙ্গে জ্ঞানের আদান-প্রদান করা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনুপাতে যে সংখ্যক শিক্ষক প্রয়োজন তা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেই।

তিনি বলেন, ক্লাসের বাইরেও একজন শিক্ষককে নানা প্রশাসনিক দায়িত্ব পালন করতে হয়। এটা করতে গিয়ে মূল কাজ বিঘ্নঘটাই স্বাভাবিক। ফলে স্বান্ধ্যকালীন কোর্স নেওয়ার সুযোগ পান কিভাবে। এটা আমাদের বোধগম্য নয়।

এ সময় সংবাদ সম্মেলনে আরওউপস্থিত ছিলেন, ছাত্রফ্রন্টের সভাপতি রাশেদ শাহরিয়ার, সংগঠক প্রিতিলতা, সদস্য মেথিউস, সুমাইয়া আফোফ, ছাত্র ফেডারেশনের কর্মী হাবিবা জান্নাত প্রমুখ।

(ওএস/এস/মে ১৮, ২০১৪)