আন্তর্জাতিক ডেস্ক : দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এবার স্মার্টফোন নিয়ে এলো ব্রিটেনের একটি প্রযুক্তি কোম্পানি। ওনফোন নামের ওই কোম্পানিটি জানিয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৈরি করা এই ফোনের দাম পড়ছে মাত্র ৬০ পাউন্ড বা প্রায় ৭ হাজার ৮০০ টাকা।



সম্প্রতি বিবিসির এক খবরে জানানো হয়েছে লন্ডনের বাজারে এখনই পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন। থ্রিডি প্রিন্টিং এর সহায়তায় ব্রেইল ফন্টে তৈরি এই ফোনটি তৈরি করেছেন টম সান্ডারল্যান্ড নামের একজন প্রযুক্তিবিদ। সান্ডারল্যান্ড জানান, ফোনটি এমনভাবে নকশা করা হয়েছে যে এর সামনে ও পিছনে থ্রিডি প্রিন্টিং কৌশল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

সান্ডারল্যান্ড বলেন, ফোনটিতে কয়েকটি ব্রেইল বাটন আছে যেগুলো অন্ধব্যক্তিকে আপনজনের কাছে কল করার ক্ষেত্রে সাহায্য করবে।এছাড়া যারা ব্রেইল পদ্ধতিতে পড়তে পারে না তাদের জন্য থ্রিডি মুদ্রিত কিপ্যাড আছে যার সাহায্যে মেসেজও লেখা যাবে বলে জানান তিনি।

এদিকে বিশ্ব বাজারে ফোনটি আসতে আরও কিছু সময় লাগবে বলে কোম্পানিটির এক সূত্রের বরাত দিয়ে বিবিসির খবরে জানানো হয়েছে ।

(ওএস/এস/মে ১৮, ২০১৪)