আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রিয়াদে দূতাবাসের মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার বেলা ১১টার দিকে রিয়াদের শিফায় কনস্যুলার ভবনে তিনি এমআরপি কার্যক্রমের অগ্রগতির খোঁজ খবর নেন। রিয়াদ দূতাবাসের একটি সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জুন ২১, ২০১৫)