দুর্গাপুর(নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার দূর্গাপুরে ট্রাকে পেট্রোল বোমা হামলার মামলায় বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের হাইকোর্টের দেয়া আগাম জামিন আদেশ বহাল রেখেছে নিন্ম আদালত।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ব্যারিস্টার কায়সার কামাল রবিবার সকালে নেত্রকোণার দুর্গাপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মোঃ হারুন অর রশিদ তাদের জামিন মঞ্জুর করেন।
কায়সার কামালের আইনজীবী আমিনুল ইসলাম মুকুল জানান, চলমান সরকার বিরোধী আন্দোলন চলাকালে ১০ ফেব্রুয়ারি রাতে নেত্রকোণার দূর্গাপুরে ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি দুর্গাপুর থানা পুলিশ বাদী হয়ে কায়সার কামালসহ ৪০ জনকে আসামী করে মামলা দায়ের করে। ব্যারিস্টার কায়সার কামাল ৭ জুন হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে তাকে ৪ সপ্তাহের আগাম জামিন দিয়ে নিন্ম আদালতে হাজিরের নির্দেশ দেন। একই মামলার অপর আসামী জুয়েল মিয়াকেও জামিন দিয়েছে আদালত।

কায়সার কামাল আদালতে হাজির হওয়ার সময় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের সভাপতি নূরুজ্জামান নূরু , অ্যাডভোকেট হামিদুর রহমান রাশেদ,কামরুজ্জামান দুলাল, আব্দুস সালাম, আব্দুল ওয়াদুদ মিয়া, খলিলুর রহমান খলিল , দুর্গাপুর উপজেলার বিএনপির সাবেক আহবায়ক ইমাম হাসান আবু চাঁনসহ দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

(এনএস/পিবি/জুন ২১,২০১৫)