গোপালগঞ্জ প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় কর্মরত জাতীয় সেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্বদেশ উন্নয়ন সংস্থা’র আয়োজনে উপজেলা ভিত্তিক প্রতিবন্ধী সহায়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুঃ খায়রুজ্জমান।

দেশ উন্নয়ন সংস্থার সমন্বয়কারি তাপস রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ জাকারিয়া, সমাজসেবা অফিসার নজরুল ইসলাম, শিক্ষা অফিসার এনামুল হক, দিশারী ফাউন্ডেশনের হায়দার হোসেন। আন্তর্জাতিক দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়নের সিডিডি সহায়তায় স্কান্ড প্রকল্পের আওতায় পরিচালিত কর্মসূচীতে প্রতিবন্ধী বিষয়ক মূল বক্তব্য উপস্থাপন করেন তাপস রায়। আরও বক্তব্য রাখেন প্রতিবন্ধী সহায়ক সমিতির সভাপতি আন্দ্রেয় বৈরাগি, সিএইচডিআরপি অনিল হালদার ও সোসাল মবিলাইজার সুভাষ বাগচী। অনুষ্ঠানে প্রায় ৩০ জন এনজিও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং শুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
(এমএইচএম/পিবি/জুন ২১,২০১৫)