টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্ল্যা গ্রামের নাহিদ ফিলিং ষ্টেশনের দক্ষিণ পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানা পুলিশের একটি টিম শুক্রবার রাত ১টায় গুল্ল্যা গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় রিভলভার, ৪ রাউন্ড পয়েন্ট টু টু বোরের গুলি, ১টি চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো রংপুরের পীরগাছা উপজেলার পাটেরশেখর গ্রামের হানিফ মিয়ার ২ ছেলে মিলন (২০) ও হারুন (২২), পাবনার আতাইকুলার আকমলমোল্লার ছেলে রফিকুল ইসলাম রুমন (১৯), মধুপুরের ময়নুদ্দিন প্রাামানিকের ছেলে রবিউল।

এ ব্যাপারে বাসাইল থানার ওসি দেলোয়ার আহম্মদ জানান, ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(আরকেপি/পিএস/জুন ২১, ২০১৪)