স্পোর্টস ডেস্ক, ঢাকা : অবসরের ঘোষণা দিয়েছেন গিনেস বুকে আলো ছড়ানো গোলরক্ষক হিসেবে রেকর্ড ১১৪ গোলের মালিক রজারিও চেনি ২৩ মৌসুম পর সাও পাওলো থেকে। ১ হাজারেরও বেশি ম্যাচ খেলা ৪১ বছর বয়সী এই গোলরক্ষক চলতি বছর শেষে খেলোয়াড়ী জীবনের ইতি টানবেন।

ব্রাজিলের সাবেক গোলরক্ষক তিনি। গত বছর ১ মৌসুমের জন্য চুক্তি নবায়ন করেছিলেন। সেই মেয়াদ শেষ হতেই গ্লাভস খুলে রাখছেন চেনি। তিনি বলেছেন,‘এই বছরের শেষে আমি সত্যিই থামছি। এর পর সত্যিই খেলব না। এটাই আমার ক্যারিয়ারের শেষ বছর।’


রজারিও নাম গিনেস বুকে উঠেছে। কারণ গোলরক্ষক হিসেবে ১১৪ গোল করেছেন এবং সাও পাওলোর হয়ে ১ হাজারেরও বেশি ম্যাচ খেলেছেন। ২টি কোপা লিবারতেদোরেস শিরোপা জিতেছেন এই দুর্দান্ত গোলরক্ষক। ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে ব্রাজিলের অতিরিক্ত গোলরক্ষক ছিলেন তিনি।

(ওএস/পি/এপ্রিল ০৪,২০১৪)