সাতক্ষীরা প্রতিনিধি : যাত্রীবাহি পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছে। রবিবার রাত তিনটার দিকে সাতক্ষীরা- যশোর সড়কের ছয়ঘরিয়া নামকস্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল , দুটি ম্যাগজিন, ১০ রাউন্ড- পিস্তলের গুলি, একটি ওয়ান শুটার গান ও একটি রাইফেলের গুলি উদ্ধার করেছে। আহত তিন ডাকাত সদস্যকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ডাকাত সদস্যরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার চৌগাছা গ্রামের আফজাল হোসেনের ছেলে পলাশ (৩৬), একই উপজেলার ধুলিহর গ্রামের জামাল উদ্দিনের ছেলে আলমগীর হোসেন ও খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শিবাসিনি গ্রামের মোতালেব রহমানের ছেলে মতিয়ার রহমান (২৮)।

এদিকে গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্য আলমগীর হোসেন জানান, পাঁচ দিন আগে তাকে গোয়েন্দা পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে। রবিবার রাত পুলিশ তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে ধরে এনে দুপায়ে পিস্তলের গুলি ঠেকিয়ে জখম করেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক জানান, একদল ডাকাত রবিবার রাতে যাত্রীবাহি পরিবহনে ডাকাতির প্রস্তুতি নেয় এমন খবর পেয়ে তিনি ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নানের নেতৃত্বে পুলিশ ওই ডাকাত দলের সদস্যদের চ্যালেজ্ঞ করে। ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে কমপক্ষে সাত রাউন্ড- গুলি ছোঁড়ে। জবাবে পুলিশ দু রাউন্ড- পিস্তল ও ১২ রাউন্ড- শর্ট গানের গুলি ছোড়ে। পরে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে তিন ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় উপপরিদর্শক বিধনি চন্দ্র বিশ্বাস বাদি হয়ে গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের নাম উল্লেখ করে ডাকাতি ও অস্ত্র আইনে সোমবার সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

(আরকে/জেএ/মে ১৯, ২০১৪)