চাঁদপুর প্রতিনিধি :  চাঁদপুরের ফরিদগঞ্জে রাসেল নামের পাষণ্ড স্বামীর হাতে খুন হয়েছেন স্ত্রী ও শিশু পুত্র। এ ঘটনায় রাসেলের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফরিদগঞ্জ থানা পুলিশ। রবিবার ফরিদগঞ্জ উপজেলার আদশা গ্রামে এই ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানান, উপজেলার ৬নং গুপ্টি ইউনিয়নের আদশা গ্রামের হাজী বাড়ির সিরাজুল ইসলামের ছেলে রাসেল। পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার রাঘরপুর গ্রামের আ. গফুরের মেয়ে ফাতেমার সঙ্গে ২ বছর আগে বিয়ে হয় তার। নিহত ফাতেমার ভাই মনির হোসেন জানান, বোন ফাতেমা (২০) তাদের বাড়িতেই ছিল। তার স্বামী রাসেল (২৬) ছিলো ঢাকায়। শনিবার রাসেল বাড়ি এসেছে। ফাতেমাকে ফোনে এমন খবর দিয়ে বাড়ি যেতে বলেন। ১০ মাস বয়সি শিশু ফুয়াদকে নিয়ে স্বামী রাসেলের বাড়ি যায় ফাতেমা। রবিবার সকালে তারা জানতে পারেন ফাতেমা ও তার ছেলের মরদেহ বাড়ির পার্শ্ববর্তী ডোবায় পড়ে রয়েছে। খবর পেয়ে ফাতেমার বাবা আব্দুল গফুর ও তার স্বজনরা রাসেলের বাড়িতে যান।

এসময় তারা ফাতেমা ও শিশু ফুয়াদের মরদেহ ডোবায় ভাসতে দেখেন। এতে তারা বিক্ষুব্ধ হয়ে রাসেলের বাড়িতে হামলা চালান ও আসবাবপত্রে আগুন জ্বালিয়ে দেন। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষুব্ধরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উপপরিদর্শক (এসআই) ইকবাল, কনস্টেবল শাহজাহানসহ ৩ জন আহত হন।

ফরিদগঞ্জ থানা ও চাঁদপুর থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়। ফরিদগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

(ওএস/পিবি/জুন ২২,২০১৫)