বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদেরে মাঝে জাল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কচুয়া উপজেরা পরিষদ মিলনায়তনে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাভোকেট মীর শওকাত আলী বাদশা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলেদের জালসহ নানা উপকরণ প্রদান করেন।

কচুয়া উপজেলা মৎস্য কর্মকর্তার অধিদপ্তরের আয়োজনে জাটকা সংরক্ষন, জেলেদের বিকল্প কর্মস্ংস্থান ও গবেষণা প্রকল্পের আওতায় কচুয়ায় দেড়শতাধিক জেলের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষে জাল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তর খুলনা উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, কচুয়া উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সারোয়ার, হাজরা দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন জুন মাসের শুরু থেকে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে জেলেরা যেন বিকল্প কর্মসংস্থান করে জীবিকা নির্বহ করতে পারে তারই জন্য উপকরণ প্রদান করা হচ্ছে। এর ফলে জাটকা ইলিশ পরিণত হয়ে দেশের ইলিশের চাহিদা পূরণ করবে এবং রপ্তানির মাধ্যমে বিপুল পরিমান বৈদেশীক মুদ্রা অর্জন করবে। সরকার জেলেদের প্রতি সব সময় সচেতন। তাই তাদের দেশের মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য জাটকা সংরক্ষণ করছে একই সাথে জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য জেলে উপকরণ প্রদান করা হয়েছে।

(একে/পিবি/জুন ২২,২০১৫)