মাদারীপুর প্রতিনিধি : তথ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজনে দু’দিনব্যাপি মাদারীপুর জেলার ৩০ জন সাংবাদিকদের নিয়ে ‘ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা’ সোমবার দুপুরে শেষ হয়েছে


মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশের ট্রেনিং সেন্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শেষদিনের প্রশিক্ষণে ডিজিটাল বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ডা. প্রদীপ কুমার ।
অপরদিকে রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পিআইবি এর মহাপরিচালক মো. শাহ আলমগীর। সভাপতিত্ব করেন মাদারীপুর প্রেসক্লাবের আহবায়ক এবিএম বজলুর রহমান মন্টু খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ্, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মাদারীপুর জেলা তথ্য অফিসার দীপংকর বর। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিআইবি এর সহকারী প্রশিক্ষক নাসমূল আহসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শাহজাহান খান, জাহাঙ্গীর কবির, গোলাম মাওলা আকন প্রমুখ। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন সাংবাদিক সাগর হোসেন তামিম।
(কেএইচ/পিবি/জুন ২২,২০১৫)