বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে বিদ্যুৎপৃষ্ঠে বিবেক বালা (৪০) নামের এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার খাসেরহাট বাজারে একটি টিনের ঘরে কাজ করার সময় বিবেক বালা অসাবধানত বসত বিদ্যুতের তারে স্পর্শ হয়ে মারা যায়। এঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

নিহতের পরিবার ও এলাকাবাসি জানায়, সোমবার সকালে চিতলমারী উপজেলার খাসেরহাট বাজারে একটি টিনের ঘরে কাজ করার সময় কাঠ মিস্ত্রি বিবেক বালা এক অসাবধানত বসত বিদ্যুতের তারে স্পর্শ করে। এসময় সে সংজ্ঞা হারিয়ে ফেললে এলাকার লোকজন তাকে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বিবেক বালা উপজেলার গরীবপুর গ্রামের অনন্ত বালার পুত্র বলে জানা গেছে।
(একে/পিবি/জুন ২২,২০১৫)