স্টাফ রিপোর্টার : কবি মহাদেব সাহা ফুসফুস ও হৃদপিণ্ডের পীড়ায় কানাডার ক্যালগেরির রকিভিউ জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, বিশিষ্ট এই কবি ও সাংবাদিক গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন।

মহাদেব সাহার ৫৫টি কবিতার বই প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি শিশুদের জন্য ৩টি গ্রন্থ রচনা করেছেন। লিখেছেন একটি প্রবন্ধ গ্রন্থ। তার নির্বাচিত কবিতা সংকলনও প্রকাশিত হয়েছে একটি। তিনি তার দ্রুত আরোগ্যের জন্য সবার দোয়া কামনা করেছেন।

মহাদেব সাহা একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারসহ অনেক সাহিত্য পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালের একজন অন্যতম প্রধান এ কবি ১৯৪৪ সালের ৫ আগস্ট পাবনা জেলার ধানঘড়া গ্রামে পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম বগদাধর সাহা এবং বিরাজমোহিনী।

(ওএস/অ/জুন ২২, ২০১৫)