দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আর্থিক ও কারিগরি সহায়তায় ১নং কুল্লাগড়া ইউনিয়নের মাধবপুর, কনিকা ও ধানীপাড়া গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দুঃস্থ মহিলাদের সচেতনতা ও দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণের মাধ্যমে আত্ম-কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি (আইইডিএস) এর আয়োজনে মঙ্গলবার।

মাধবপুর আলোঘর শিশু শিক্ষা কেন্দ্রে বিনা মূল্যে ছাগল বিতরণের লক্ষ্যে ৪০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দুঃস্থ মহিলা সদস্যকে নিয়ে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন মোহাম্মদ আশাদুজ্জামান (আসাদ)। এতে আরও উপস্থিত ছিলেন আইইডিএস এর নির্বাহী পরিচালক জনাব শামীম কবীর, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি জনাব সায়মন তজু, প্রশিক্ষক মঞ্জুরুল হক, মাঠকর্মী প্রবাল মাঝি প্রমুখ।
(এনএস/পিবি/জুন ২৩,২০১৫)