বাগেরহাট প্রতিনিধি :সুন্দরবনের ত্রাস বনদস্যু রেজাউল গাজীকে সোমবার সন্ধায় বন সংলগ্ন কালিবাড়ী লঞ্চঘাট এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোষ্টগার্ড। আটক রেজাউল বনদস্যু কাসেম বাহিনীর সদস্য ও খুলনা জেলার দাকোপ উপজেলার গুনারী গ্রামের মৃত ইউসুফ গাজীর ছেলে।

মংলা কোষ্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কমান্ডার লেঃ এএম রাহাতুজ্জামান জানান, বনদস্যু রেজাউল সোমবার সন্ধায় দাকোপ উপজেলার কালিবাড়ী লঞ্চঘাট এলাকায় অবস্থান নিয়েছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয। এসময় তার কাছ থেকে ১টি দেশী শর্টগান, ১৮রাউন্ড তাজাগুলি ও ২রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বনদস্যু রেজাউলের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি মামলা দায়েরের পর দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

(একে/এসসি/জুন২৩,২০১৫)