দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১ যুবককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানার রায় প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় দিনাজপুরের নারী শিশু নির্যাতন দমন আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আখতার-উল-আলম তার আদালতে এই রায় প্রদান করেন।

মামলার অভিযোগে প্রকাশ, দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম (২৬) একই গ্রামের আইয়ুব আলীর ১৩ বছর বয়সের কিশোরী কন্যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে আরিফুল ইসলাম ২০০৯ সালের ১৫ জুলাই ওই কিশোরীকে বিয়ে করতে অস্বীকার করলে সামাজিকভাবে শালিস বৈঠক করা হয়।

বৈঠকে বিষয়টি সুরাহা না হওয়ায় কিশোরীর পিতা আইয়ুব আলী বাদী হয়ে গত ২০০৯ সালের ২ আগষ্ট কোতয়ালী থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে আরিফুলকে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় বিচারামলে বাদী পক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আসামীকে দোষী সাব্যস্তে বিচারক উপরোক্ত রায় প্রদান করেন। জরিমানার ২৫ হাজার জেল কোড অনুযায়ী আদায় করে ধর্ষিতা কিশোরীকে প্রদান করার জন্য রায়ে উল্লেখ করেন। মামলাটি বাদী পক্ষে বিশেষ পিপি দেলোয়ার হোসেন এবং আসামী পক্ষে এ্যাডঃ মোসলেম উদ্দীন পরিচালনা করেন।

(এটি/এসসি/জুন২৩,২০১৫)